মাদক, চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থানে সিলেট মহানগর পুলিশ
প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০১:০৮:০০ PM
ছবি: সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
মাদক, চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গত অক্টোবর মাসজুড়ে মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা ইউনিটের সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি পণ্য ও চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শতাধিক অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্টোবর মাসে পরিচালিত অভিযানে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা, ৪ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৭১৩ বোতল বিদেশি মদ, ১৪৫ লিটার চোলাই মদ ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। চোরাচালানবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি পণ্য। এর মধ্যে রয়েছে— ৭,৯২০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৩১ পিস কাতান শাড়ি, ৩ হাজার ৭৪৩ পিস ভারতীয় চকলেট, ১ হাজার ৪২৫টি মেন্টস রেনবো চকলেট, ৫ লাখ ৮৮ হাজার শলাকা ভারতীয় বিড়ি, ৩৬৩ পিস সাবান, ৬৪ পিস ভারতীয় কম্বল, ২ হাজার ৭১ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৬০০ পিস স্কিন কেয়ার ক্রিম, ৩৫ হাজার ২২০ টাকার বিভিন্ন চকলেট ও কসমেটিকস সামগ্রী, ৭৭০ প্যাকেট বিদেশি সিগারেট, ৯ হাজার ২১৪ কেজি ভারতীয় চা পাতা, ১ হাজার ৪৪০ কেজি ভারতীয় কেনু, ৫২ বস্তা ভারতীয় জিরা ও ২৬টি মোবাইল হ্যান্ডসেট। একই সময়ে পরিচালিত অভিযানে ৭২৫ জন আসামি গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রয়েছে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতরা। পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ৬টি হোটেল সিলগালা করা হয়েছে ও ১৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ট্র্যাফিক বিভাগ ও অন্যান্য ইউনিটের যৌথ অভিযানে ১ হাজার ৯৯১টি যানবাহন জব্দ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।