জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০২:৩৫:২০ PM
ছবি: গ্রেপ্তার প্রধান আসামি ইমরান আহমদ।
সিলেটের জকিগঞ্জে পরিত্যক্ত ইটভাটায় স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৯।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে র্যাব-৯–এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ন
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানির একটি বিশেষ দল শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইমরান আহমদ (৩০)–কে গ্রেপ্তার করে। সে জকিগঞ্জ উপজেলার নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে।
গ্রেপ্তার ইমরান আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে এবং সে ওই মামলার ১ নং এজাহারনামীয় পলাতক আসামি ছিল।
র্যাব আরও জানায়, গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বন্ধুর সঙ্গে জকিগঞ্জের ফারুক মিয়ার পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ড এলাকায় বেড়াতে গেলে কয়েকজন যুবক তার ও বন্ধুর ছবি তুলে ভয়ভীতি দেখায়। পরে ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। ছাত্রী রাজি না হলে তারা তাকে ও তার বন্ধুকে জোর করে ইটভাটার ভেতরে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।
পরে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনা জানায় এবং নিজেই বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এর আগে এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি শাকের আহমদকে গত ২০ আগস্ট গ্রেপ্তার করেছিল র্যাব-৯।
গ্রেপ্তার ইমরান আহমদকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৯–এর গণমাধ্যম কর্তকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।