প্রকাশিত

২৬/১১/২০২৫ ০৩:০০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

কোম্পানীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৩:০০:০০ অপরাহ্ন

ছবি: ।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী শুরু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় দিকে উপজেলা প্রা‌ণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে প্রা‌ণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে এক‌টি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থানপ্রাপ্ত স্টলগুলো পরিদর্শন করে আলোচনা সভায় মি‌লিত হন।
সভায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাবিদ হাসনাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শাকুর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সরকার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ থানার এএসআই আবুল কালাম প্রমুখ।
প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

শুভ প্রতিদিন/এমকে