প্রকাশিত

০৩/১১/২০২৫ ০৭:৫৭:০০ PM

শিক্ষাঙ্গন

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য রেদ্বওয়ানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০৭:৫৭:০০ PM

ছবি: এমসি কলেজ ছাত্রাবাস মসজিদে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া মাহফিল।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্য রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর এমসি কলেজ ছাত্রাবাস মসজিদে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ, আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ, বর্তমান সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাধারণ সম্পাদক লবীব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, কার্যকরী সদস্য ওলিউর রহমান সহ কলেজের শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন এমসি কলেজ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল খালিক আনসারী।
রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী এমসি কলেজের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী ও এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য ছিলেন। প্রতিভাবান এই লেখক ও রিপোর্টার ২০২২ সালের ৩ নভেম্বর জকিগঞ্জের কালিগঞ্জ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।