শুভ প্রতিদিনকে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার
১০/১২ বছরে অনুমোদিত ভবন নিয়ে শঙ্কার কিছু নেই
প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০২:০৩:০০ অপরাহ্ন
ছবি: শুভ প্রতিদিনকে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
সিলেট ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় নতুন ভবনগুলোতে বিল্ডিং কোড মানা হলেও পুরোনো ভবনগুলোর নিরাপত্তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা, এমন প্রেক্ষাপটে চলছে নানা আলোচনা সমালোচনা। এসব বিষয় নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের কাছে জানতে চাইলে তিনি শুভ প্রতিদিনকে বলেন, ভূমিকম্প–পরবর্তী প্রস্তুতি নিয়ে সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জাতীয় নির্দেশনা অনুসারে সিলেট মহানগরের সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে গতকাল সোমবার (২৪ নভেম্বর) বৈঠক হয়েছে। দুর্যোগের আগের প্রস্তুতি, পরবর্তী মোকাবিলা-দুটি দিকই সেখানে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। প্রতিটি সংস্থার কাছে কী ধরনের যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম বা লজিস্টিক আছে তার ডাটাবেজ তৈরি করা হচ্ছে। পাশাপাশি পুরোনো স্বেচ্ছাসেবক দলকে পুনর্গঠন করে নতুন ভলানটিয়ারদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সিলেট ডাউকি ফল্টের কাছে হওয়ায় ভূমিকম্পের সম্ভাবনা বেশি। তবে গত ১০–১২ বছরে সিটি কর্পোরেশন যে অনুমোদিত ভবনগুলো দিয়েছে, সেগুলো বিল্ডিং কোড মেনেই বিল্ডিং প্লেন অনুমোদন দেওয়া হয়েছে। এসব ভবন নিয়ে খুব বেশি আশঙ্কার কারণ নেই। সমস্যা মূলত সেই পুরাতন ভবনগুলো নিয়ে, যেগুলো নির্মাণের সময় বিল্ডিং কোডের প্রয়োগ ছিল শিথিল বা অনুপস্থিত। ২০১৯ সালে সিটি কর্পোরেশন ২৪টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল। সুপারিশ দেওয়া হয়েছিল সংস্কারের। অনেক ভবনমালিক সংস্কার করেছে বলা হচ্ছে-কিন্তু এগুলো পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।
রাফিন সরকার বলেন, পুরোনো ভবন ভেঙে ফেলাও সহজ সিদ্ধান্ত নয়। এতে টেকনিক্যাল বিষয়, আইনি জটিলতা রয়েছে, যা হাইকোর্ট পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা জেনেছি, সরকার জাতীয় পর্যায়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করছে। এই কমিটি ভবনগুলোর ঝুঁকি যাচাইয়ের পদ্ধতি, দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ, ব্যবহৃত যন্ত্রপাতি এবং মূল্যায়ন মানদণ্ড নির্ধারণ করবে। তা ছাড়া ভবন মালিকদেরও নিজ দায়িত্বে অনুমোদিত সংস্থা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতা থাকা প্রয়োজন।
তিনি বলেন, ভবনগুলোকে তিন রঙে চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে- ঝুঁকিপূর্ণ (লাল), সংশোধন যোগ্য ঝুঁকিপূর্ণ (হলুদ), ঝুঁকিমুক্ত (সবুজ)। আধুনিক যন্ত্রপাতি দিয়ে-সয়েল টেস্ট, কংক্রিট, স্ট্রাকচারাল টেস্টসহ বিভিন্ন টেকনিক্যাল মূল্যায়নের পর নির্ধারণ করা যাবে ঝুঁকির মাত্রা। কোনো সিটি ইঞ্জিনিয়ার বা পৌরসভার সাধারণ ইঞ্জিনিয়ার কেবল চোখে দেখে ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করতে পারবেন না। এ কাজের জন্য বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ ও প্রযুক্তি দুটোই অপরিহার্য।
তিনি বলেন, একটি ভবন ঝুঁকিপূর্ণ কিনা তা বলতে গেলে তাকে চিকিৎসার আগের ডায়াগনোসিসের মতো পরীক্ষা করতে হয়। বিল্ডিংয়ে টেকনিক্যাল টেস্ট না করে কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না। তিনি আরও বলেন, এটি গুজব ছড়ানোর বিষয় নয়। পুরো প্রক্রিয়াই হবে টেকনিক্যাল ও লিগ্যাল। সরকার খুবই সংবেদনশীলভাবে বিষয়টি দেখছে এবং উচ্চ পর্যায়ের নির্দেশনার ভিত্তিতেই কার্যক্রম চলবে।
শুভ প্রতিদিন/এমকে