লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদস্য নজরুল চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)
নজরুল ইসলাম চৌধুরীর ফেঞ্চুগঞ্জের ধারণস্থ গ্রামের বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। গত ১৫ আগষ্ট হামলার পর দ্বিতীয় দফায় ৯ সেপ্টেম্বর হামলা করে সন্ত্রাসীরা। এসময় তার বসতঘরটি পুড়িয়ে দেয়া হয়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ঘরে থাকা জমির দলিলাদী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রও পুড়ে ছাই হয়ে যায়। নজরুল ইসলাম চৌধুরী লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্য।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের একটি সন্ত্রাসীচক্র নজরুল ইসলাম চৌধুরীকে হত্যা করার উদ্দেশ্যে বেশ কয়েক বার তাঁর বাড়ীতে হামলা চালায়। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী বাড়ীতে এসে নজরুল ইসলাম চৌধুরীর খোঁজ করে এবং তাঁহার বৃদ্ধ মাকে গালি-গালাজ করতে থাকে এবং অগ্নিসংযোগ করে। আগুন দেখে পাশ্ববর্তী প্রতিবেশীরা আগুন নেভাতে এলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দা রামদা হকিস্টিক লাঠিসোঠা নিয়ে তাদের উপর ক্ষিপ্ত হয়। এসময় প্রতিবেশীরা অস্ত্র দেখে সেখান থেকে চলে যান। প্রতিবেশীদেরও হুমকি দিয়ে আসে আওয়ামী সন্ত্রাসীরা।