মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন


রাজনগরে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজনগরে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


শেয়ার বোতাম এখানে

রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জোড়াপুর গ্রামবাসীর উদ্যোগে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্র্রস্তর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন ‘সমাজসেবা জোড়াপুর’র দেশি ও প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতায় ৩০ লাখ টাকা ব্যয়ে গ্রামের রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান।

এসময় অতিথি হিসেবে ইউকে ট্র্যাস্ট উত্তরভাগ ইউপির সভাপতি জাহির খান, বিশিষ্ট সমাজসেবক দানবীর আবদুল মতিন লাকি, হাজী মো. ইসহাক আলী, আনু মিয়া, সাবেক ইউপি সদস্য ইন্তাজ আলী, উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়জুল হক, সুনাফর আলী, ফরিদ মিয়া, বাগুমিয়া, সামসুল ইসলাম সরদার, সুহেল আল মাহমুদ, বোরহান উদ্দিন, রুমেন আহমদ, জিয়াউর রহমান, ছালিক আহমদ, মঞ্জু মিয়া, এনাম মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠন সূত্রে জানা যায়, জোড়াপুর গ্রামের সমাজ সেবা জোড়াপুর একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। এই গ্রামের বেশিরভাগ লোকজন থাকেন প্রবাসে। সমাজসেবা জোড়াপুর সংগঠনটি গ্রামের প্রবাসীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করে তাদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin