স্টাফ রিপোর্ট : সিলেটের শিরোপা কোচিং সেন্টারের জনপ্রিয় শিক্ষক শিবতোষ চক্রবর্তী স্যারের শিক্ষকতার ৩৬ বছর পূর্তি ও স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর মিরের ময়দানস্থ হোটেল ফারমিছ গার্ডেনে এই সংবর্ধনার আয়োজন করে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
নারী উদ্যোক্তা ফারমিছ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিরোপা কোচিং সেন্টারের জনপ্রিয় শিক্ষক শিবতোষ চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন, এফবিসিআই’র পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সিপার আহমদ, শিক্ষক পার্থ সারথী নাগ ও চন্দন দাস প্রমুখ।