স্টাফ রিপোর্ট
তাফিদা যেনো আলো হয়ে জ্বললো অসহায় চিকিৎসা প্রত্যাশীদের সামনে। অথচ তাফিদারই জীবনের আলো একসময় নিভে যাওয়ার উপক্রম হয়েছিলো চিকিৎসা সংকটের কারণে। সারা বিশ্বের অগণিত মানুষের ভালোবাসায় সে সংকট কাটিয়ে ৯ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি শিশু তাফিদা রাকিব এখন সুস্থ হওয়ার পথে। পৃথিবীর সহৃদয় মানুষরা তাফিদাকে যে ভালোবাসার সহায়তা উপহার দিয়েছিলেন তার অংশ থেকেই তার বাবা-মা তাফিদার নামে চ্যারিটি ফাউন্ডেশন গড়ে তোলেন। ‘তাফিদা-রাকিব ফাউন্ডেশন’ নামের সে দাতব্য সংগঠনের উদ্যোগে সিলেট বিভাগে এক সপ্তাহব্যাপী চিকিৎসাসেবা দিতে বিট্রিশ ও ইউরোপের বিভিন্ন দেশের একঝাঁক চিকিৎসক বৃন্দ কাল ভোর সকালে সিলেট আসছেন।তারা সপ্তাহব্যাপী সিলেট জেলার বিভিন্ন স্থানে তাফিদা-রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পে অসহায়, গরীব রুগীদের চিকিৎসা দিবেন। তাফিদা-রাকিব ফাউন্ডেশনের মুখপাত্র ও ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ আবুল হোসাইন জানান, দেশের স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বের এ মাত্রার অংশগ্রহণ পূর্বে খুব কমই পরিলক্ষিত হয়েছে। ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য হলো, অসহায়, গরীব ও এতিমদের সু চিকিৎসা দিয়ে সেবা করা। সিলেটে সপ্তাহব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।