কেউ লেখে অক্ষরে
কেউ লেখে মাত্রায়
কেউ দেখি স্বর ভেঙে
ওখানেই সাঁতরায় ।
কেউ লেখে হাত ঠুকে
কেউ স্বীয় ফর্মে
কারো হয় উচ্চাশা
তাঁর করা কর্মে ।
কেউ লেখে জেনে আর
কেউ পড়ে জানতে
কেউ দেখি মানে না
কেউ জানে মানতে ।
অনেকেই ফেসবুকে
লেখে যায় নিত্য
কেউ কেউ ডায়েরীতে
জমায় যে চিত্ত ।
লেখে যায় অনেকেই
হোক ছড়া-পদ্য
লেখালেখি জম্পেশ
হোক অনবদ্য ।