শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কৌশলে মাদক মামলার পলাতক আসামীকে ধরলো পুলিশ
প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০১:২৫:৩২ অপরাহ্ন
ছবি: ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিনব কৌশলে স্বামী-স্ত্রী সেজে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতির আগাম তথ্য পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন অনেক বার।
এ অবস্থায় তাকে আটক করতে এএসআই শরাফত আলী বোরকা পরে নারীর রুপ ধরেন এবং অপর পুলিশ সদস্য মো. রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে তার স্বামী সেজে মোটরসাইকেল নিয়ে স্বপন মিয়ার বাড়িতে যান। ছদ্মবেশে পুলিশ স্বপন মিয়াকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তিনি অত্যন্ত চতুর থাকায় পুলিশের উপস্থিতি টের পেলেই পালিয়ে যেতো। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে ধরা সম্ভব হয়েছে।’
শুভ প্রতিদিন/এমকে