প্রকাশিত

১০/১১/২০২৫ ০৮:৪৪:১০ অপরাহ্ন

সিলেট জুড়ে

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৮:৪৪:১০ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জ-৫৫ বিজিবি চোরাচালান প্রতিরোধ অভিযানে ৪৩ লাখ ১৯ হাজার ৭০০ টাকার ভারতীয় চোরাচালান পণ্য ও যানবাহন জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি বালুর ট্রাক থামার সংকেত উপেক্ষা করে পালিয়ে গেলে বিজিবি ট্রাকটি তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করে। জব্দকৃত কসমেটসের মূল্য ৩৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।
অন্য অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উজেলায় সিন্দুরখান বিওপির বিশেষ টহল দল রাজঘাট এলাকায় ভারতীয় ফুচকা জব্দ করে। যার মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা। এছাড়া পৃথক দুইটি অভিযানে ৩০০ কেজি রাবার, ২১০ প্যাকেট কয়েল, ১টি মোটরসাইকেল এবং ৩টি বাইসাইকেল আটক করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

শুভ প্রতিদিন/এমকে