ছবি: ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে দ্রুত দুই উইকেট হারিয়ে ২৮৬ রানে প্রথম ইনিংস শেষ করেছে আয়ারল্যান্ড।
প্রথম দিন ৮ উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করেছিল আইরিশরা। আজ (বুধবার) আর টিকতে পারেনি বেশি সময়—স্রেফ ১৫ মিনিটেই তাইজুল ইসলাম ও হাসান মাহমুদের বোলিংয়ে শেষ হয় তাদের ইনিংস।
দিনের শুরুতেই তাইজুল দ্বিতীয় ডেলিভারিতেই ম্যাথু হামপ্রিসকে এলবিডব্লিউ আউট করেন। গতকাল শেষ ওভারে জর্ডান নেইলকেও একইভাবে ফেরান এই বাঁহাতি স্পিনার। এরপর হাসান মাহমুদের করা পরের ওভারে ব্যারি ম্যাককার্থি বোল্ড হয়ে ফিরে গেলে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ম্যাককার্থি করেন ৬৪ বলে ৩১ রান।
এর আগে আইরিশদের ইনিংসে সর্বোচ্চ ৬০ রান আসে ওপেনার পল স্টার্লিংয়ের ব্যাটে, যেখানে ছিল ৯টি চার। এছাড়া কারমাইকেল করেন ৫৯, কার্টিস ক্যাম্ফার ৪৪, লরকান টাকার ৪১, জর্ডান নেইল ৩০ রান।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট, আর একটি উইকেট নেন নাহিদ রানা।
শুভ প্রতিদিন/এমকে