প্রকাশিত

১৩/১১/২০২৫ ০৫:২৩:২২ অপরাহ্ন

সিলেট জুড়ে

কৃষকের পাশে সিলেট জেলা প্রশাসন, গঠিত হলো ‘কৃষক কল্যাণ ট্রাস্ট

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৫:২৩:২২ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে কৃষকদের কল্যাণে গঠিত হলো ‘কৃষক কল্যাণ ট্রাস্ট’। বুধবার জেলা প্রশাসন, সিলেট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘সিলেট জেলার কৃষি উন্নয়নে করণীয়’ শীর্ষক কর্মশালায় এই ট্রাস্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীসহ জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিএডিসির কর্মকর্তাবৃন্দ, কৃষক, প্রকৌশলী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসন সিলেটের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করে ট্রাস্টের প্রাথমিক তহবিল গঠন করা হয়। এ ছাড়া বজ্রপাতে নিহত কৃষক পরিবারের হাতে অনুদান তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, কৃষকদের পরিবার, তাঁদের সন্তান ও প্রয়োজনীয় কাজে সহায়তা করতেই ‘কৃষক কল্যাণ ট্রাস্ট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাস্টের তহবিল পর্যায়ক্রমে আরও সমৃদ্ধ হবে।”


শুভ প্রতিদিন/এমকে