প্রকাশিত

১৩/১১/২০২৫ ০৬:৩০:০৪ অপরাহ্ন

খেলাধুলা

একাদশে নেই সামিত, আছেন জায়ান-সাদ

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৬:৩০:০৪ অপরাহ্ন

ছবি: ।

দলের অন্যতম সিনিয়র ফুটবলার সাদ উদ্দিন। সিনিয়র হলেও আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার ভুলে বাংলাদেশে হারের কিংবা ড্র করার ঘটনা অনেক। এজন্য সাদ উদ্দিনকে নিয়ে ফুটবলাঙ্গনে সমালোচনা অনেক। এরপরও কোচ ক্যাবরেরাকে সাদের ওপরই আস্থা রেখে যাচ্ছেন অনেক দিন থেকেই।
অধিনায়ক জামাল ভূঁইয়া অনেক দিন পর একাদশে ফিরেছেন। মিডফিল্ডে জামালের সঙ্গে রয়েছেন হামজা চৌধুরী ও দুই সোহেল রানা। শেখ মোরসালিন ইনজুরিতে থাকায় এই ম্যাচে কিউবা মিচেলকে খেলানোর বিষয়টি আলোচনায় ছিল। তবে একাদশে তাকে রাখেননি ক্যাবরেরা। ফরোয়ার্ড হিসেবে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

শুভ প্রতিদিন/এমকে