প্রকাশিত

০৪/১২/২০২৫ ০৫:৩৭:২০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সুনামগঞ্জে বিজয় দিবস উদযাপন উপকমিটির সভা

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৫:৩৭:২০ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উদযাপন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রদর্শনী নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া ও ত্রাণ) হাসিবুল হাসান, সহকারী কমিশনার (নেজারত শাখা) ফজলুল করিম টিপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম উজ্জলসহ শিক্ষক, সাংবাদিক ও স্কাউট নেতৃবৃন্দ।


শুভ প্রতিদিন/এমকে