সুনামগঞ্জ–২ আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী
প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৬:৪৩:০০ অপরাহ্ন
ছবি: ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিরাই–শাল্লার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় নাছির উদ্দিন চৌধুরী ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হন নাছির উদ্দীন চৌধুরী। ২০০১ এর নির্বাচনের আগেই বিএনপিতে যোগদানের মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান ধরে রেখেছেন। মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাছির উদ্দিন চৌধুরী বলেন, দল তাকে যে দায়িত্ব দিয়েছে, তা পালন করতে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, এলাকার মানুষের আস্থা ফিরে পেতে মাঠে থাকব। দিরাই–শাল্লাবাসীকে সালাম, আদাব ও ভালোবাসা জানাই। এটি আমার জীবনের শেষ নির্বাচন। কোনো বিভক্তি চাই না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জয়ী হতে চাই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি জানান, মনোনয়ন পাওয়ায় কোনো ধরনের বিজয় মিছিল না করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে। তিনি আরও বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিরাই–শাল্লার মানুষের পাশে থাকতে চাই, তাঁদের মুখে হাসি ফোটাতে চাই।
শুভ প্রতিদিন/এমকে