প্রকাশিত

০৫/১২/২০২৫ ১১:২৩:০৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

কোনো সরকারি সুবিধা নেব না দিরাইয়ে যুব–গণ সমাবেশে এডভোকেট শিশির মনির

প্রকাশিত: ০৫/১২/২০২৫ ১১:২৩:০৫ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জের দিরাইয়ে উন্নয়ন ফোরামের আয়োজনে যুব-গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিরাই পৌরশহরের থানা পয়েন্টে শুক্রবার বিকেল ৩ টায় দিরাই–শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে সমাবেশে প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্যে উঠে আসে হাওর এলাকায় সমন্বিত উন্নয়ন, নতুন রাজনীতি ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়।

সমাবেশের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম—যেখানে ভালো কাজ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা হবে। গত ৫৪ বছরে অনেক নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী শিশির মনিরকে জুলাই আন্দোলনের পরামর্শক, নীতি নির্ধারক ও মাঠপর্যায়ের নেতা হিসেবে পরিচয় করিয়ে বলেন, শিশির মনির শুধু দিরাই–শাল্লার নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা। বক্তৃতার এক পর্যায়ে তিনি বাউল শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান আগে কী সুন্দর দিন কাটাইতাম পরিবেশন করলে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই অঞ্চলের বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। নির্বাচিত হলে হাওরের পরিবেশ, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করে ইউনিয়ন–ইউনিয়ন, গ্রাম–গ্রাম সংযোগের জন্য উড়ালসেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, আমি যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, জনগণ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে জবাবদিহিতায় বাধ্য করবেন। ভিন্নধর্মী রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে তিনি প্রতিটি সভায় অন্যান্য দলের নেতাদের আমন্ত্রণ জানানোর অঙ্গীকার করেন। একই সঙ্গে ঘোষণা দেন—নির্বাচিত হলে তিনি কোনো সরকারি সুযোগ–সুবিধা গ্রহণ করবেন না।

উপজেলা জামায়াতের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম ও জামায়াত নেতা ইমরান হোসাইনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, শাহিনুর রহমান, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা নুরুদ্দিন, শাবিপ্রবি শিবির সভাপতি তারেক মনোয়ারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।


এমকে