শাবিপ্রবিতে নিরাপত্তাকর্মীকে লাথি, দুই বহিরাগত পুলিশের হাতে সোপর্দ
প্রকাশিত: ০৩/১১/২০২৫ ১২:০৭:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীকে লাথি মারার অভিযোগে দুই বহিরাগতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত দুজনই সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল সংলগ্ন নেহারি পাড়ার বাসিন্দা।
রোববার (২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের জালালাবাদ থানায় হস্তান্তর করে। এর আগে রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিরাপত্তাকর্মী ও মোটরসাইকেল আরোহী ওই দুই বহিরাগতের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে বহিরাগতদের একজন কর্তব্যরত নিরাপত্তাকর্মীকে লাথি মারেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ওমর ফারুক বলেন, দুজন বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে তারা আমাদের একজন নিরাপত্তাকর্মীর ওপর শারীরিকভাবে আঘাত করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি এবং প্রক্টর অফিসে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মবশ্বির আলী বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে রাতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। প্রবেশে বাধা দেওয়ায় তারা নিরাপত্তাকর্মীর ওপর আক্রমণ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে। অভিযোগকারী চাইছেন না বিষয়টি বড় আকার ধারণ করুক, যেহেতু সবাই আশপাশের এলাকার। তাই দুজনকে কোর্টে না পাঠিয়ে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ প্রতিদিন/এমকে