ছবি: ।
ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সাত দিনের রিমান্ড আবেদন খারিজ করেছেন আদালত। তবে একটি মামলায় আদালত তাকে কারা ফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হারুন-অর-রশিদের আদালতে পুলিশ আনোয়ার হোসেন সুমনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন বলেন, শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন খারিজ করে দুটি মামলার একটিতে কারা ফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
গত শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার কালীবাড়িস্থ নিজ বাসা থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের দুটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে একই মামলায় গত ২৭ সেপ্টেম্বর সিলেট নগরের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরবর্তীতে তারা জামিনে মুক্ত হন।
গত ২৮ অক্টোবর চৌহাট্টা–জিন্দাবাজার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চালকেরা বিক্ষোভ করেন। ওই আন্দোলনে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনৈতিক প্রতিনিধি অংশ নেন। সেদিন দুপুরে সিলেট জেলা রিকশা–ভ্যান–ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলিয়া মাদরাসা মাঠে একই দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে দেখা করে ১১ দফা দাবি পেশ করে। পরে শ্রমিকরা গত ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন। এর একদিন আগেই, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়।