শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন


গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচনী তফসিল ঘোষণা

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচনী তফসিল ঘোষণা


শেয়ার বোতাম এখানে

প্রবাস ডেস্ক:

যুক্তরাজ্যে গোলাপগঞ্জ বাসীদের সর্ববৃহৎ চ্যারিটি সংগঠন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে তফসিল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ মুজিবুর রহমান ও মোঃ তাজুল ইসলাম।

নির্বাচন কমিশনার মোঃ তাজুল ইসলাম নির্বাচনী তফসিল পাঠ করে শোনান। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৮টা এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোট প্রদানের জন্য সংগঠনের নিজস্ব আইডি কার্ড বাধ্যতামূলক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সাবেক নির্বাচন কমিশনার মুসলেহ উদ্দিন আহমেদ, উপদেষ্টা এনাম উদ্দিন, মৌলানা আশরাফুল ইসলাম, সাবেক উপদেষ্টা আব্দুল বাছির, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শাহেদ, কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, মোর্শেদ আলম চৌধুরী রাহি, নির্বাহী সদস্য সৈয়দ নজরুল ইসলাম, রোমান আহমেদ চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য রিয়াজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী হোসেন, ক্রীড়া সম্পাদক মহিবুল হক, নির্বাহী সদস্য জিএম অপু শাহরিয়ার, আমির হোসেন, সোহেল আহমেদ প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin