প্রকাশিত

০৪/১১/২০২৫ ১২:৪৩:৩৭ PM

বিনোদন

ওজন নিয়ে কটাক্ষের জবাব দিলেন সোনাক্ষী

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ১২:৪৩:৩৭ PM

ছবি: ।

আসন্ন ছবি ‘জটাধারা’–এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মাঝে এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা, বিশেষত ওজন এবং সামাজিক মাধ্যমে বডি শেমিং নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।
‘দাবাং’-এর মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে বলিউডে অভিষেকের আগে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে ওজন কমিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু তাতেও থেমে থাকেনি সমালোচনা। অভিনেত্রীর ভাষায়, “আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন ওজন কমাতে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। প্রায় ৩০ কেজি ওজন কমিয়েছিলাম, কিন্তু তাতেও মানুষ সন্তুষ্ট হয়নি। এখন মনে হয়—সব চুলোয় যাক! যদি কেউ আমার কাজ না দেখে, শুধু বাহ্যিক কারণে ঘৃণা করে, তবে সেটা তাদের সমস্যা।”
তিনি আরও বলেন, “আমি ৩০ কেজি ওজন কমানোর পরও শরীর নিয়ে লজ্জা পেতাম। এমনকি ‘দাবাং’-এ ডেবিউ করার পরও মানুষ আমাকে নিয়ে উপহাস করতে ছাড়েনি।”
প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী সিনহা। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং সোনাক্ষী রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।