বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন


আমেরিকায় বাংলা গানের সঙ্গে মঞ্চ মাতালেন জায়েদ খান

আমেরিকায় বাংলা গানের সঙ্গে মঞ্চ মাতালেন জায়েদ খান

জায়েদ খান

শেয়ার বোতাম এখানে

বিনোদন ডেস্ক : ঢালিউড সিনেমায় অভিনয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান। তবে নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা ধরে রেখেছেন এ অভিনেতা।

 

এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘একতারা বসন্ত উৎসব’-এ প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে পারফর্ম করেন জায়েদ খান। তিনি একা নাচেন নি, সঙ্গে নাচিয়েছেন এক একঝাঁক আমেরিকান নারীদের।

ফ্লোরিডা থেকে জায়েদ খান জানান, তার সঙ্গে বাংলা গানে নেচেছেন আমেরিকান একঝাঁক নারী। এসময় তিনি ‘বিড়ি খাইলে হয় ক্যান্সার’, ‘অন্তর জ্বালা’, ‘ও আমার বন্ধু গো’, ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ গানগুলোতে পারফর্ম করেন। তিনি জানান, অনুষ্ঠানে তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন বাংলাদেশী তারকা পারফর্ম করেন।

 

Zayed Khan

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

 

তিনি ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‌‘প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে ফ্লোরিডা-তে পারফর্ম করেছি। এই অনুষ্ঠানের থিম ছিল নব্বই দশকের সিনেমা ও শিল্পী।’

 

জায়েদ খান বলেন, ‘এখানে স্টেজে আমার সঙ্গে যারা পারফর্ম করেছে তারা সবাই আমেরিকান বংশোদ্ভুত মেয়ে। আমার সঙ্গে বাংলা গানে নেচেছে তারা। খুবই উপভোগ করছি।’ স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত ‘একতারা বসন্ত উৎসব’ উদযাপিত হয়েছে বলে জানান অভিনেতা।

 

উৎসবটির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জায়েদ খান ছাড়া আরো পারফর্ম করেছেন আলিফ আলাউদ্দিন, পারভেজ, ঋতুপর্ণা ব্যানার্জী, ডিজে রাহাত।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin