দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২২ জন আহত হয়েছেন।
গুরুতর আহত ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তারা হলেন মুন্না মিয়া (১৫), আমিরুল মিয়া(২৮), বিজয় ইসলাম (১৪), টুনু মিয়া (৬০), জাহির আলম (২৬), জিহাদ মিয়া(১৭), মুজাক্কির মিয়া (৪২), আবদুর ছাত্তার (৫০), তোফায়েল মিয়া(৩৮), মরোম মিয়া(৬০), ছাতির মিয়া(৬৫), মাসুম আহমেদ (২০), জয় ইসলাম (২০), শাকিবুল(১২), পাবেল মিয়া(৪২), শাহরুখ খান (২১), মোজাহিদ (২৩), শাহালম মিয়া(৭০), বারেক চৌধুরী রুবেল (৪০), টিপু মিয়া (২৬), সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সালাম ও আশিক মিয়ার মধ্যে জমি নিয়ে বেশ কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিন দিন আগে পুর্ব বিরোধের জেরে লুৎফুর-সালাম পক্ষের লোকেরা অপর পক্ষের মনসুক মিয়া (৬০) নামের এক ব্যাক্তিকে দিরাই বাজারে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এরই জের ধরে রোববার (৯ মার্চ) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষ শূন্য অবস্থায় আছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।