মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন


সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে একরাতে আরও ৭০ জনকে পুশইন করলো বিএসএফ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে একরাতে আরও ৭০ জনকে পুশইন করলো বিএসএফ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আরও ৭০ জন পুশইন করেছে ভারতীয় সীমান্ত্ররক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেটের জাফলং ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতকের সীমান্ত এলাকা দিয়ে এসব পুশইনের ঘটনা ঘটে।বিজিবি জানায়, রাতে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিজিবি।

একইভাবে, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে রাতে ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পর বিজিবি তাদের আটক করে।এক রাতে, এ নিয়ে সিলেট জেলার ৩ টি সীমান্ত এলাকা দিয়ে ৫৩ জন পুশইন হলো। ফেরত আসারা লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা বলে জানান ৪৮ বিজিবির কর্মকর্তারা।

এছাড়া , একই রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন পুশইন হয়েছে। তাদেরও আটক করা হয়েছে। বিজিবি জানায়, আটককৃতরা সবাই লালমনিরহাটের বাসিন্দা।সব মিলিয়ে, এক রাতেই সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে ৭০ জন পুশইনের ঘটনা ঘটলো।৪৮ বিজিবি’র সিইও লে. কর্নেল নাজমুল হাসান জানান আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু। আটককৃতদের, সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান তিনি।।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin