জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান, সোনাসার মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছে জামিয়া কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় জামিয়া মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে চমৎকার এক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
হাফিজ মোস্তাকিম আলী মুহাম্মদপুরীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার পরিচালনা কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুর রাজ্জাক চৌধুরী ইকবাল।
জামিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা মারুফ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ইসলামী চিন্তাবীদ, রাজনীতিবীদ ও সমাজসেবী অধ্যাপক এনামুল হাসান ছাবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাজল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহমদ, মুনশীবাজার টাইটেল মাদ্রাসার নায়বে মুহতামীম মাওলানা আব্দুল হান্নান ক্বাসিমী, সাবেক চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, ব্যবসায়ী ও রাজনীতিবীদ মাওলানা আলাউদ্দীন তাপাদার, প্রধান শিক্ষক শাহ আলম শাহীন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, তরুণ আলেম সমাজসেবী ও রাজনীতিবীদ মাওলানা আব্দুল করীম, সমাজসেবী মোঃ জয়নুল ইসলাম, জামেয়া দারুল আজহার, দরগাবাহারপুর-এর পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল, নিউজ অফ জকিগঞ্জ-এর পরিচালক জাকির আহমদ ও সমাজসেবী শাহান আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে জামিয়ার শিক্ষকমন্ডলী ও অতিথিবৃন্দ খাতা-কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে জামিয়া পরিচালনা কমিটির সহ সভাপতি প্রবীণ আলেমে দ্বীন ও রাজনীতিবীদ মাওলানা আব্দুল মুছাব্বীর সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করেন।