বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন


আমাল ক্লুনি যোগ দিচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে

আমাল ক্লুনি যোগ দিচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে

আমাল ক্লুনি যোগ দিচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে

শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অফ গভর্নমেন্টে আন্তর্জাতিক আইনের অনুশীলনের ভিজিটিং প্রফেসর হিসেবে নিযুক্ত হলেন ব্রিটিশ-লেবানিজ মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি। এই পদে যোগ দেওয়ার মাধ্যমে তিনি অক্সফোর্ডে নিজের অধ্যাপনার পথে ফিরে আসছেন, যেখানে তিনি সেন্ট হিউজ কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন।

টাইমস সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ক্লুনি এই নতুন ভূমিকায় আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিষয়ে শিক্ষাদান ও গবেষণায় অবদান রাখবেন। ব্লাভাটনিক স্কুল অফ গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে নিয়োগ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। তাদের মতে, ক্লুনি তার দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে স্কুলের গবেষণা এবং শিক্ষাদানে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন।

ক্লুনি নিজে বলেন, “অক্সফোর্ডে ফিরে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এটা আমার জন্য একটি সৌভাগ্যের ব্যাপার, বিশেষত যখন আমি পরবর্তী প্রজন্মের নেতাদের সঙ্গে কাজ করতে পারব এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে পারব।”

৪৭ বছর বয়সী এই আন্তর্জাতিক আইনজীবী এবং ব্যারিস্টার, যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিশ্বব্যাপী কিছু শীর্ষ আদালতে তার আইনি দক্ষতা দিয়ে প্রভাব ফেলেছেন, মূলত গণহত্যা, যৌন নিপীড়ন এবং নিপীড়নের শিকারদের পক্ষে কাজ করেছেন। তার বিখ্যাত আইনি সফলতাগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক মামলায় জয়লাভ করা।

আমাল ক্লুনি এবং তার স্বামী, হলিউড অভিনেতা জর্জ ক্লুনি, ২০১৬ সালে প্রতিষ্ঠা করেছেন “ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস” নামক একটি প্রতিষ্ঠান, যা ৪০টিরও বেশি দেশে বাকস্বাধীনতা এবং নারী অধিকার সংক্রান্ত আইনি সহায়তা প্রদান করে। ক্লুনি আন্তর্জাতিক আইন বিষয়ে দুটি পাঠ্যপুস্তকও লিখেছেন এবং কলম্বিয়া ল স্কুলে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন।

এই নতুন দায়িত্বের মাধ্যমে আমাল ক্লুনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং মানবাধিকার বিষয়ে তার অবদান আরও বিস্তৃতভাবে পরিচালনা করতে পারবেন, যা তাকে বিশ্বের আইনজীবী এবং শিক্ষার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin