বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫২ অপরাহ্ন


লক্ষিপাশার নিমাদলে পুলিশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকাবাসীর দুঃখ প্রকাশ

লক্ষিপাশার নিমাদলে পুলিশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকাবাসীর দুঃখ প্রকাশ


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জের লক্ষিপাশার ইউনিয়নের নিমাদল মোকামবাজারে পুলিশের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুর ২টার দিকে নিমাদল মোকামবাজারে এক সভায় এ দুঃখ প্রকাশ করা হয়।

এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আব্দুল মুমিত জোয়ারদার, ইউপি সদস্য দিলাল আহমদ, সমাজসেবী স্বপন খান, মুহিন জোয়ারদার।

বক্তব্যে তারা বলেন, গত ৬মার্চ রাতে নিমাদল গ্রামবাসী মোকামবাজারে ৩জন চুরকে আটক করে। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়লে আশপাশ এলাকা থেকে ২থেকে ৩ হাজার লোক জড়ো হয়। জনতার বিক্ষোভে পরিস্থিতি আমাদের গ্রামবাসীর নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। তাৎক্ষণিক গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসলে এলাকার বাহিরের কিছু দুষ্কৃতিকারী পুলিশের গাড়ী উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করে। আমাদের স্থানীয় মানুষ প্রতিহতের চেষ্টা করি ও মসজিদের মাইকে পুলিশের গাড়ীতে হামলা না করার জন্য অনুরোধ করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের গ্রামের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।যারা এই ঘটনার সাথে জড়িত তারা যেন শাস্তি পায়। কিন্তু এলাকার কোন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিমাদল গ্রামের
সানু মিয়া, আলাই মিয়া, আব্দুস শহিদ, মিলাদ তালুকদার, শিক্ষক মাহবুবুর রহমান শিপলু সহ এলাকার অসংখ্য মানুষ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin