মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন


এলডিপি নেতার বাড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের হামলা

এলডিপি নেতার বাড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের হামলা


শেয়ার বোতাম এখানে

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিগত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দলীয় প্রধান সহ হাইকমান্ডের অধিকাংশ নেতৃবৃন্দরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও স্থানীয় নেতৃবৃন্দরা অনেকটা আত্মগোপনে থেকে চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছেন।

গতকাল সিলেটের বিয়ানীবাজার দুবাগ ইউনিয়ন এলডিপির দপ্তর সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল জব্বারের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে চোরাগুপ্তা হামলা চালিয়েছে একদল সন্ত্রাসীরা। এই হামলার নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সরাসরি অংশগ্রহণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়,দুবাগ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক মিছবাহ উদ্দিন,ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন,যুবলীগ ক্যাডার ইমরান আহমদ সহ ১০/১২ জন যুবক সন্ধ্যায় আব্দুল জব্বারের বাড়িতে গিয়ে আব্দুল জব্বারকে খুজতে থাকে। এই সময় আব্দুল জব্বারকে না পেয়ে তাই ভাইয়ের কাছে আব্দুল জব্বারের অবস্থান জানতে চায়। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ির সামনে বিভিন্ন ধরণের স্থাপনা ক্ষতিগ্রস্থ করে।

আব্দুল জব্বারের ভাই জানান, স্থানীয় আওয়ামীলীগ-ছাত্রলীগের কয়েকজন যুবক কিছুদিন পর পর ভাইয়ের খোজে বাড়িতে আসে। গতকালও দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে তারা আমার ভাইকে খুজতে আসে। ভাই দেশের বাহিরে থাকায় আমরা বারবার এইসব মোকাবেলা করতে হচ্ছে। বাড়িতে থাকা মহিলা ও শিশুদের নিয়ে বেশ আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।

এই ব্যাপারে দুবাগ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক মিছবাহ উদ্দিনকে একাধিকবার কল দেয়া হলেও তার মোবাইক বন্ধ পাওয়া যায়।

সিলেট জেলা আওয়ামীলীগের সেক্রেটারী এডভোকেট নাসির উদ্দিন খান জানান,হামলার বিষয়টি অস্বীকার করেন এবং তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলেও জানান।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল রায় জানান,এক প্রবাসীর বাড়িতে হামলার বিষয়টি জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin