বিশ্বনাথ প্রতিনিধি:: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে দুরে নেয়ার। এর সাথে দেশি বিদেশী শক্তি জড়িত আছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে। যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারি একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, অনেকেই এখন নির্বাচন না দেয়ার দাবি করছেন, স্থানীয় নির্বাচন আগে দেয়ার দাবি করছেন। আপনারা দেশের পরিস্থিতি দেখছেন। পুলিশ প্রশাসন কাজ করছে না, সিভিল প্রশাসন সঠিক ভাবে করছে না। সব জায়গায় একটা স্থবিরতা। কারন অর্ন্তবর্তি সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে সম্পূর্নভাবে গড়ে তোলা সম্ভব না। সেটা শুধুমাত্র পারবে একমাত্র নির্বাচিত সরকারই। তাই আমরা চাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে অতি দ্রুত যাতে করা যায় এটাই আমাদের প্রধান দাবি। অনেকেই বিভিন্ন প্রচার করছেন, মসজিদে গিয়ে কথা বলছেন, অনেকে বেহেশতের টিকেটও বিক্রি করছেন। দলের মতবাদ বা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে। এরকম প্রচার থেকে সবাই সতর্ক থাকতে হবে।
আমরা দেখছি কোন কোন দল আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে। নিজেদের পরিচয় গোপন করে এত বছর রাজনীতি করেছে। এখন আবার তারা অনেক কথা বলছে। তরুণ প্রজন্মের আশা আখাঙ্কার প্রতিপ্রলন হিসেবে সকল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যের ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি।
বুধবার (৫ মার্চ) বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের উদ্যোগে রামাদ্বান ফুড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ২০০টি পরিবারের মাঝে প্রায় ৮ লক্ষ টাকার রামাদ্বান ফুড বিতরণ করা হয়। এরমধ্যে ১২০টি দরিদ্র পরিবারের মাঝে ২২৫০ টাকা মূল্যের খাদ্য সামগ্রী ও ৮০ টি মধ্যবিত্ত পরিবারের মাঝে ৫ হাজার টাকার রামাদ্বান ফুড উপহার হিসেবে ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের বিডি টিম ম্যানেজমেন্টের সভাপতি মো. আব্দুল মান্নান রিপনের সভাপতিত্বে ও বিডি টিমের সদস্য সচিব এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রভেল এবং টিমের যুগ্ম সচিব ও পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সহসভাপতি ডা. মাহবুব আলী জহির, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, আসাদুজ্জামান নুর, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য হাসান হাফিজুর রহমান।
ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের সভাপতি আহমদ আল জাকি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের বিডি টিমের সদস্য তানিমুল ইসলাম তানিম। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠক আব্দুস সামাদ।