মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন


দুই কবির স্মরণে রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের স্মরণ সভা ও দোয়া মাহফিল

দুই কবির স্মরণে রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের স্মরণ সভা ও দোয়া মাহফিল


শেয়ার বোতাম এখানে

প্রবাস ডেস্ক:

রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের উদ‍্যোগে যুক্তরাজ্য‍ে বসবাসরত কবি আলিফ উদ্দিন ও বাংলাদেশের বরেণ‍্য কবি মুকুল চৌধুরীর মৃত‍্যুতে পূর্ব লণ্ডনের ভ‍্যলেন্স রোডের একটি কমিউনিটি হলে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সোমবার (১৯মে) সোমবার বিকাল ৭টায় সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী নেছারুল হক চৌধুরী উরফে বোস্তান চৌধুরী ।

কবি আলিফ উদ্দিন ও কবি মুকুল চৌধুরীর জীবন ও কর্মের উপর স্মৃতিচারনমূলক বক্তব‍্য রাখেন -বিশিষ্ট আইনজীবি ও সাবেক কাউন্সিলার ব‍্যারিষ্টার নাজির আহমদ, বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী ,অধ‍্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ ,কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, বিশিষ্ট লেখক সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, প্রবীন সাংবাদিক রহমত আলী, লেখক আব্দুল মুনিম জাহেদী ক‍্যারল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, মাওলানা আবুল হাসনাত চৌধুরী, শেখ ফারুক আহমদ, হাজী ফারুক মিয়া, সাংবাদিক মাহবুবুল করিম শুয়েদ প্রমুখ ।

সভায় বক্তারা বলেন – কবি আলিফ উদ্দিন বৃটেনের ব‍্যস্ত জীবনেও কাব‍্য ও গ্রন্থ রচনায় অনন‍্য ভূমিকা পালন করেছেন ।

মরহুমের লেখা ১৮টি গ্রন্থ প্রকাশিত হয়েছে ।তিনি ইসলামী রেনেসাঁর একজন কবি ও লেখক ছিলেন ।লেখার মাধ‍্যমেই তিনি বাংলাদেশী কমিউনিটিতে অমর হয়ে থাকবেন ।

কবি মন্জুরুল করিম চৌধুরী উরফে মুকুল চৌধুরী সম্পর্কে বক্তারা বলেন যে -তিনি কাব‍্য জগতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন । তাঁর কবিতায় তিনি সমাজের চিত্র তুলে ধরেছেন ।কবিতার শিল্পগুণ ,ভাব,শব্দ চয়ন ,উপমা স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবী রাখে । কবি তাঁর লেখার মাধ‍্যমের স্মরণীয় ও বরনীয় হয়ে থাকবেন ।

স্মরণ সভায় – পবিত্র কুরআন তেলাওত করা হয় ।পরে মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল কাদের সালেহ ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin