মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন


বিশিষ্ট কবি আলিফ উদ্দিনের দাফন সম্পন্ন

বিশিষ্ট কবি আলিফ উদ্দিনের দাফন সম্পন্ন


শেয়ার বোতাম এখানে

প্রখ্যাত প্রবাসী কবি ও সাহিত্যিক আলিফ উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ মে) যুক্তরাজ্যের হল জামে মসজিদে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কবি আলিফ উদ্দিন শুক্রবার (১৬ মে) ভোর ৬টায় বৃটেনের কাসল হিল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলা সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গুণী এই কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শোক বার্তা জ্ঞাপন করেছেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেইন আজাদ, সেক্রেটারি নুরুল মতিন চৌধুরী, রেনেসাঁ সাহিত‍্য মজলিস ইউকের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিল প্রেসিডেন্ট ব্যারিস্টার আতাউর রহমান, সেক্রেটারি খছরু খান, লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, লন্ডন এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট ইসলামিক সংগীত শিল্পী মুহিব রহমানি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু হোসেন, বিশিষ্ট আইনজীবি ও সাবেক কাউন্সিলার ব‍্যারিষ্টার নাজির আহমদ, বিশিষ্ট সাংবাদিক সাঈদ চৌধুরী, অধ‍্যাপক শায়েখ আব্দুল কাদের সালেহ, কবি ও সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, বিশিষ্ট লেখক সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, জিএস সি নর্থ সভাপতি হাজী ফইজুল ইসলাম, সেক্রেটারি বাবুল হোসেইন, ট্রেজারার সারওয়ার হোসেইন, নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টারস এসোসিয়েশন সভাপতি সাংবাদিক এম জি কিবরিয়া, সেক্রেটারি মওদুদ আহমেদ, ট্রেজারার দেলওয়ার হোসেইন শিবলী, নর্থ বাংলা প্রেসক্লাব সভাপতি ফখরুল ইসলাম, সেক্রেটারি নুরুল আমিন তারেক সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin