বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন


গোলাপগঞ্জে আব্দুল মুত‌লিব কমপ্লেক্সের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা

গোলাপগঞ্জে আব্দুল মুত‌লিব কমপ্লেক্সের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা


শেয়ার বোতাম এখানে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষে গোলাপগঞ্জের আব্দুল মুতলিব কমপ্লেক্সে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) অনু‌ষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মুতলিব কমপ্লেক্সের পরিচালক আনোয়ার আলমগীর, এবং সভা পরিচালনা করেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক, আব্দুল মুতলিব কমপ্লেক্সের পরিচালক আনোয়ার শাহজাহান।

ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সামাজিক ঐক্যকে সুদৃঢ় করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সি‌লেট জেলা আইনজী‌বি স‌মি‌তির সি‌নিয়র সদস্য এড‌ভো‌কেট দেলওয়ার হো‌সেন দিলু, এ‌ডিশনাল পিপি এড‌ভো‌কেট সলমান আহমদ, সি‌লেট জেলা বিএন‌পির উপ‌দেষ্টা ছা‌লিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা বদরুল আলম, বাংলা‌দেশ খেলাফত মজ‌লিস সি‌লেট জেলা সভাপ‌তি মাওলানা ইকবাল হোসাইন, গোলাপগঞ্জ উপ‌জেলা জামায়া‌তের আমীর মাওলানা আব্দুল খা‌লিক, নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, সে‌ক্রেটারী হা‌বিবুল্লাহ দস্তগীর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএন‌পির সভাপ‌তি ম‌শিকুর রহমান ম‌হি, পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক, সাবেক কাউ‌ন্সিলর নজরুল ইসলাম, পৌর জামায়াতের নায়‌বে আমীর প্রভাষক রেহান উ‌দ্দিন রায়হান, জামায়াত নেতা মাস্টার র‌শিদ আহমদ, আমুড়া ইউ‌পির সা‌বেক চেয়ারম‌্যান রু‌হেল আহমদ, নিউইয়র্ক সাউথ বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা মিলন মিয়া, উপ‌জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল, উপ‌জেলা খেলাফত মজ‌লি‌সের সে‌ক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, জ‌মিয়‌তে উলামা‌য়ে ইসলামের জ‌য়েন সে‌ক্রেটারী মাওলানা ফয়ছল আহমদ, গোলাপগঞ্জ উপ‌জেলা গণ অ‌ধিকার প‌রিষ‌দের আহবায়ক সৈয়দ আলবাব হো‌সেন, বিএন‌পি নেতা জামাল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের সা‌বেক আহবায়ক আবুল হাছনাত, বর্তমান আহবায়ক এম আব্দুল জ‌লিল, সা‌বেক সভাপ‌তি শ‌হিদুর রহমান সু‌হেদ, সা‌বেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, দৈ‌নিক সি‌লে‌টের ডাক প্রতি‌নি‌ধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈ‌নিক যুগান্তর প্রতি‌নি‌ধি হা‌রিছ আলী, সাংবা‌দিক ইমরান আহমদ, গোলাপগঞ্জ বাজা‌রের ব্যবসায়ী নানু মিয়া, সমাজ‌সেবী হেলাল আহমদ, সমাজসেবী বাবুল আহমদ, বিএন‌পি নেতা ক‌বির আহমদ, আব্দুল মুত‌লিব কম‌প্লে‌ক্সের প‌রিচালক আ‌নোয়ার জাহাঙ্গীর, আ‌নোয়ার মাছুম ও আনোয়ার হুমায়ুন, আব্দুল মুত‌লিব কম‌প্লে‌ক্স ব্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি ফ‌রিদ আহমদ, সহসভাপ‌তি আলী হো‌সেন, তামীম আহমদ, কোষাধ্যক্ষ নাভিদ আহমদ, ব্যবসায়ী অ‌লিদুর রহমান জা‌বেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকাদক্ষিণ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা খায়রুল আমীন মাহমুদাবাদী। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

ইফতার মাহফিলে অতিথিদের আপ্যায়নের জন্য বিশেষ আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ও সুস্বাদু ইফতার সামগ্রী পরিবেশন করা হয়, যা উপস্থিত সবাইকে তৃপ্তি দেয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সাংবাদিকরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে এবং ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন করা হবে, যাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারে।

এ‌দিকে, ইফতার মাহফিলের আগে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জননেতা অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী আব্দুল মুতলিব কমপ্লেক্সের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। এ সময় কমপ্লেক্সের পরিচালকবৃন্দ ও ব্যবসায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ব্যবসায়ীদের প্রশংসা করে এডভোকেট ইমরান আহমদ চৌধুরী বলেন, “গোলাপগঞ্জের ব্যবসায়ীরা শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, সামাজিক ও মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin